২০১৯ শের লোকসভা ভোটে বিজেপির আসন ২ থেকে ১৮ টি হয়েছে। এর মধ্যে ১০ টি আসনে মতুয়া ভোটার বেশি। প্রধানমন্ত্রী মতুয়া সহ সমস্ত উদ্বাস্তুকে নাগরিকত্ব দেবেন বলেছিলেন। এই নিয়ে সি এ এ বিল সংসদে পাশ হলেও আইনের নিয়মকানুন এখনো তৈরী হয় নি। স্বরাষ্ট্রমন্ত্রী দুবার মতুয়াদের সভায় আসবেন বলে কথা দিয়েও আসেননি। একারণে মতুয়া ও অন্যান্য তফসিলি সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে বিজেপি অনিশ্চয়তায় পড়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...