খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই পূজাটি এইবার ২৪ তম বর্ষে পদার্পন করলো । এই পুজোর মূল ভাবনা বা থিম হলো আনন্দ ধারা । হিংসা দূর হাইওয়ে সমাজে শান্তি ও আনন্দ আসুক এই বার্তাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে । প্রথমে থাকবে নটরাজের উপর শিবলিঙ্গ তার উপর বড় সাদা পায়রা । ভিতরে সবুজ গাছের বাতাবরণ পেরিয়ে ফুলের গালিচায় অসুরের অস্ত্র সমর্পনের মডেলে দেখা যাবে এর পরে আকাশে এক গুচ্ছ পাখির ওড়ার দৃশ্যের সঙ্গে দেখা যাবে মা দূর্গা কে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...