আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভার উপনির্বাচন নিয়ে , কংগ্রেস ও বাম শিবির যৌথ ভাবে লড়বেন না অন্য কিছু করবেন সেই নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি ।সিপিএমের তরফে নাগরিক সমাজ কে ভরসা করে অথবা দলীয় প্রতীকে লড়াই করা হবে ।কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবেনা সেই নিয়ে নানা প্রশ্ন আছে । অপরদিকে বিজেপি তার একক শক্তি তে এই ছয়টি আসনে লড়বেন বলে জানা গেছে ,একই কথা তৃণমূলের ক্ষেত্রে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...