খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রেসিডেন্সি সংশোধনাগারের ডেপুটি সুপার পৃথা সিংহ শুক্রবার হেস্টিংস থানায় অভিযোগ জানান যে ২৩ সে ডিসেম্বর বেলা ৩ টা ৩০ থেকে ৪ টা পর্যন্ত ওই সংশোধনাগারে চিরুনি তল্লাশি চালানো হয় ,বেআইনি জিনিস বাজেয়াপ্ত করার জন্য এবং ওই তল্লাশি চালিয়ে বিচারাধীন এক বন্দির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোন । বিচারাধীন বন্দির নাম জিকো পাল তার মোবাইলে দুটি সিমকার্ড ও ছিল ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...