সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই দিল্লী থেকে বিশেষ বিমানে কলকাতা আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তার পরে তিনি সেইখান থেকে হেলিকপ্টারে করে খড়্গপুরে আসবেন এবং বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো কর্মসূচিতে যোগদান করবেন ।তার পরে বিজেপি কর্মকর্তারদের নিয়ে একটি বৈঠক ও করতে পারেন তিনি ।পরের দিন তিনি ঝাড়গ্রাম ও খাত্রায় দুটি জন সভা করবেন ,তারপরে কলকাতা হয়ে দিল্লি ফিরে যাবেন । রোড শো টি হবে খড়্গপুরের অতুলমনি স্কুল থেকে সুপারমার্কেট অব্দি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...