আলিপুর আবহাওয়া দফতর তরফে ডেপুটি ডিজি জানিয়েছেন আজ এবং কাল গাঙ্গেয় বঙ্গের উপকূলীয় এলাকাতে এবং কিছু জেলা তে ভারী থেকে এটি ভারী বৃষ্টিপাত হতে পারে ।ভারী বর্ষণের সম্ভাবনা আছে দুই ২৪ পরগনা ,কলকাতা হাওড়া হুগলি,দুই বর্ধমান ,নদীয়া ,মুর্শিদাবাদ ও বীরভূমে ।বুধবার পুরুলিয়া ,বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হতে পারে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...