কিছু কোভিশিল্ডের টিকা হাতে আসায় আজ সোমবার কলকাতা পুরসভা এই টিকা দেবে। তবে আর টিকা না পাঠালে মঙ্গলবার থেকে এই টিকা দেওয়া আবার বন্ধ থাকবে। কলকাতা পুরসভার হাতে ৪০ হাজার কোভিশিল্ড ও ৮ হাজার কোভ্যাকসিন আসায় সোমবার তা দেওয়ার ব্যবস্থা করা হবে। আজ এবং আগামীকাল রাজ্যে কোভিশিল্ড টিকা আসার সম্ভাবনা আছে।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...