গতবার দু দলই দারুন খেলেছিল। কিন্তু সেমিফাইনালের পর ফাইনালে যেতে পারেনি। গতবার গোয়া খুব আক্রমণাত্মক খেলেছিল এবং সবচেয়ে বেশি গোল করেছিল। আবার বেঙ্গালুরু সবচেয়ে কম গোল খেয়েছিল। গোয়ায় এবার নতুন কোচ স্পেনের খুয়ান ফার্নান্দো। তবে অনেক বিদেশী দল ছেড়ে গেছেন। বেঙ্গালুরুর কোচ বদল হয় নি। দুদলের সাক্ষাতে বেঙ্গালুরু পাঁচবার জিতলেও গোয়া মাত্র একবার জিতেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...