আজ মঙ্গলবার আই এস এলে খেলতে নামছে চেন্নাই ও জামশেদপুর। চেন্নাইয়ে আছেন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপার বাংলার ছেলে অভিজিৎ সরকার। তিনি গতবার ইস্টবেঙ্গলের হয়ে আই লীগে খেলেছেন। গতবারের চেন্নাই কোচ আওয়েন কয়েল এবারে গেছেন জামশেদপুর এফ সিতে। সঙ্গে গতবারের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা ভান্সকিস। আওয়েন বলেন চেন্নাই খুব ভাল দল ,তাই সাবধানে থাকতে হবে। অভিজিৎ বলেন কোচ খেলালে ভালো খেলার চেষ্টা করব।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...