খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২৫ সে নভেম্বর করিমপুর ,কালিয়াগঞ্জ এবং খড়্গপুরে যে উপনির্বাচন হয়েছিল তার ফলাফল আজ প্রকাশ হবে । আসন তিনটি ছিল কংগ্রেস , বিজেপি ও যথাক্রমে তৃণমূলের হাতে । লোকসভা ভোটের পরে এই ফলাফল কোনদিকে মোর নেয় তাই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে । লোকসভা ভোটের পরে বিজেপির দাপট অব্যাহত থাকে কিনা সেটা হলো বিচার্য্য বিষয় । এর মধ্যে সব থেকে বেশি স্পর্শ কাতর হলো খড়্গপুর সদরের ভোটের ফলাফল ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...