খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দু দলেরই চিন্তা প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। অনেক মিল আছে দু দলে। তিন ম্যাচের পর দু দলই দুটি করে ম্যাচ হেরেছে এবং একটি জিতেছে। দু দলই দুটি সুপার ওভারের ম্যাচে পরাস্ত হয়েছে। দু দলের লক্ষ্য আজকে জিতে টেবিলে ভালো জায়গায় থাকা। পাঞ্জাবের হয়ে গেইল এখন সুযোগ পাননি যেহেতু রাহুল ও মায়াঙ্ক ওপেনিংয়ে সফল। ফলে গেইলকে অপেক্ষা করতে হচ্ছে। আজ কি হয় তাই দেখার।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...