নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল কলকাতায় পৌঁছেছেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশি পর্যবেক্ষক বিবেক দুবে| আজ তিনি সিইও দফতরে সমস্ত রাজনৈতিক দল গুলির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন । এছাড়াও প্রথম তিন দফায় যে আটটি জেলায় ভোট হবে সেই জেলা শাসকদের সঙ্গে ও আলাদা বৈঠক করবেন । কেন্দ্রীয় বাহিনী ও স্পর্শকাতর বসু নিয়ে চলবে বিশেষ আলোচনা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...