সুপ্রিম কোর্টে রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পরে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন , আজ সোমবার নেতাজি ইন্দোরে এক সভা তে উপস্থিত থাকবেন তিনি ।সভা তে চাকরি হারা রা কি বলতে পারেন ,মুখ্যমন্ত্রী অথবা রাজ্য সরকারের কি ভূমিকা হতে পারে তাই নিয়ে জোর জল্পনা চলছে । আইনি দিক থেকে কোন পথে রাজ্য সরকার এটার মোকাবিলা করেন সেটা নিয়েও জল্পনা তুঙ্গে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...