কেন্দ্র রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা সংস্থা বেসরকারীকররনের জন্য রাস্তা খুলে দিয়েছে। এ জন্য লোকসভায় বিল পাশ হয়ে গেছে। এর প্রতিবাদে আজ সাধারণ বীমা সংস্থায় ১৮ টি ইউনিয়ন এক দিনের ধর্মঘট ডেকেছে। এর মধ্যে বিএমএস এর অনুমোদিত সংগঠনও যোগ দিয়েছে। তারা জানায় এই আইনের ফলে সাধারণ মানুষ ও কর্মচারীদের স্বার্থ ক্ষুন্ন হবে। প্রয়োজনে তারা লাগাতার ধর্মঘটের পথে যাবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...