আজ সারা কলকাতা গিয়ে মিশবে ভিক্তোরিয়া হাউসের সামনে

২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট তার আগে ২১ সে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবস কে কেন্দ্র কে যে মেগা সমাবেশ হয় , তাকে পরিপূর্ণতা দিতে তৃণমূল দল সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে । গতকাল সভাস্থলে প্রস্তুতি কর্মসূচি দেখতে এসেছিলেন সভানেত্রী । সেই খানে তিনি বলেন লড়াই করেছিলেন আমাদের সহকর্মীরা তাই এই দিন আমরা শহীদ দিবস হিসাবে উদজ্ঞাপন করি ।