খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এটি এই মাসের দ্বিতীয় লকডাউন । করোনা শৃঙ্খল ভাঙতে রাজ্য প্রশাসন সারা রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে আজ সকাল থেকেই । আজ সকাল থেকে লকডাউন সফল করতে হাওড়া ব্রিজে ,রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের তরফে নাকা চেকিং চলছে ।গাড়ি আটকে জিজ্ঞেসাবাদ করছে পুলিশ ,শহরে বাজার দোকান যান বাহন চলাচল সব বন্ধ রয়েছে ।আজ লকডাউন সফল করতে কড়া হাতে পুলিশ প্রশাসন সামলাচ্ছে ।আগামী সপ্তাহে কোনো লকডাউন নেই তবে তার পরের সপ্তাহে ২০,২১,২৭,২৮ এবং ৩১ সে অগাস্ট লকডাউন জারি থাকবে সারা রাজ্য জুড়ে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...