মাল ব্লকের বনবস্তিতে রোজ হাতির হানা লেগেই আছে। ধান পাকার সময় গ্রামবাসীরা পালা করে রাত জেগে ফসল পাহারা দেয়। তবুও পুরো ফসল ঘরে তুলতে পারে না। সারা বছর পরিশ্ৰম করে নিজেদের পরিবারের খাওয়ার মত ফসলই থাকে। লাভ কিছু হয় না। ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ ঠিকভাবে পাওয়া যায় না। হাতির ভয়ে অনেকেই সময়ের আগে ধান কেটে নিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...