পরিবেশ ও স্বাস্থ্য দুই বিধি যথাযোগ্য পালন করে দারুণ ভাবে নিয়ম মানলো কলকাতা। কিন্তু জেলার অবস্থা ভাল না।সেখানে মাইক বাজিয়ে বাজি ফাটিয়ে পুকুরের পাশে ভিড় করে বিধি নিষেধ মানা হয় নি। তবে বৃষ্টির কারণে কিছু জায়গায় মুখ রক্ষা হয়েছে। রবীন্দ্র সরোবরে গত বছরে গেট ভেঙেছিলেন পুণ্যার্থীরা। তবে এবারে রবীন্দ্র ও সুভাষ সরোবরে কেউ ঢোকেনি। আদালতের আদেশ ঠিক ভাবে পালন হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...