খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:মালদহের সাগরদিঘি ফিশফার্মে এবারই প্রথম অক্সিজেন ভর্তি প্যাকেটে মাছের চারাপোনা বিক্রি শুরু হয়েছে। এভাবে চারাপোনা বিক্রি শুরু হতেই ব্যাপক সাফল্য মিলছে। ফিশফার্ম কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই তারা আধুনিক এই পদ্ধতিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু’লক্ষ চারাপোনা পাঠিয়েছে। মৎস্য দপ্তর এবং ফিশফার্মের যৌথ উদ্যোগে এমন পদ্ধতিতে চারাপোনা বিক্রি শুরু হওয়ায় মৎস্যজীবী মহলে সাড়া পড়েছে। ফিসফার্মে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেন ভর্তি আধুনিক প্যাকেটে বন্দি করে উত্তরবঙ্গের জেলায় জেলায় পাঠানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরের বিভিন্ন ব্লকের চাষিরা সাগরদিঘি ফিশফার্মে এসে মাছের চারাপোনা কিনে নিয়ে গিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...