আন্তর্জাতিক নারী দিবস

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : এর  আদি  নাম  ছিল আন্তর্জাতিক  কর্মজীবী  নারী  দিবস । প্রতি  বছর ৮ মার্চ সারা পৃথিবী  জুড়ে এই দিনটি পালিত  হয় । সারা বিশ্বব্যাপী  নারীরা  একটি প্রধান উপলক্ষে  হিসাবে এই দিবস  উদজ্ঞাপন করে থাকেন । বিশ্বের  একেক  প্রান্তে  নারী  দিবস  উদজ্ঞাপনের  প্রধান  লক্ষ্য  একেক প্রকার হয় । কোথাও  নারীর প্রতি সন্মান  ও শ্রদ্ধা  উদজ্ঞাপনের  মূল  বিষয় হয় আবার কোথায়  মহিলাদের  আর্থিক  রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি  গুরুত্ব পায় ।