প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার সুবাদে আইএন এক্স মিডিয়াতে বিদেশী লগ্নির ছাড়পত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে ।এইবার তার ছেলে কাৰ্তি চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ তার পিতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকালীন ভিশা পাইয়ে দেওয়ার বিনিময়ে ৫০ লক্ষ্য টাকা ঘুষ নিয়েছিলেন তিনি । সেই সূত্র ধরেই সিবিআই কার্তি তার ঘনিষ্ট সহকারী সিএ এস ভাস্করামান ও কিছু সংস্থার বিরুদ্ধে এফআই আর করেছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...