খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:অতি বৃষ্টির ফলে মুজনাই ও ডুডুয়া নদীতে জল বাড়ছে। নিচু এলাকার ধানের ক্ষেত সব জলের তলায়। আবার কিছু এলাকায় ধানক্ষেতের ওপর দিয়ে জল বইছে। খেতের ধানগাছ সব নষ্ট হয়েছে। এ কারণে আমন ধান গাছের যা ক্ষতি তা চাষিরা কি ভাবে সামলাবেন তা নিয়ে চিন্তিত। মাথাভাঙ্গা ২ ব্লকে কৃষি আধিকারিক জানান প্লাবনের ফলে আমন ধানের ক্ষতির তথ্য জোগাড় করা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...