খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :করোনার জন্য হাতে পয়সা নেই চাষিদের। সংসার চালাতে প্রাণ ওষ্ঠাগত।শেষে দিনহাটায় আমন ধান গাছ কেটে আঁটি বেঁধে বিক্রি করছেন কৃষকেরা । অনেক কৃষক এই বছরে ধার দেনা করে আমন ধান চাষ করেছিলেন। কিন্তু অর্থ সংকটে ধানগাছ কেটে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। গোখাদ্যের চাহিদার জন্য দাম ও ভালো পাওয়া যাচ্ছে। বিঘে প্রতি আয় প্রায় ১৫ হাজার টাকা যা ধান বিক্রি করেও পাওয়া যাবে না। এরকম ঘটনা আগে ঘটেনি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...