খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুরসভার সাহায্যে গতকাল ভবানীপুরের লেডিস পার্কে শহরের উপরে পড়া গাছগুলিকে পুনরায় স্থাপনের চেষ্টা শুরু করলো কলকাতা একটি নাগরিক সংগঠন ।সংগঠনের তরফে জানানো হয়েছে যেই সব গাছ শিকড় সহ উপরে পড়েছে সেগুলিকে ফের মাটিতে বসানো হচ্ছে ক্রেন দিয়ে । সংগঠনের বক্তব্য কলকাতা তে বায়ু দূষণের হার খুব বেশি তাই শহরে গাছের পরিমান কমলে অক্সিজেনের অভাবে তা শহর বাসীর জন্য ভয়াবহ আকার নেবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...