ক্ষুদ্র চা চাষীরা নিজেদের বাঁচার জন্য সরকারের কাছে আর্থিক প্যাকেজের দাবি জানাল। দাবি না মানলে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলায় প্রায় ২৫০০০ হাজার ক্ষুদ্র চা চাষী আছেন এবং রাজ্যের চা উৎপাদনের ৪০ শতাংশ তারা যোগান দেন। ১৫-২০ ,বছর আগে কাঁচা পাতার দাম ছিল ১৪-১৫ টাকা কেজি ,উৎপাদন খরচ ছিল ৩ টাকা। আজ উৎপাদন খরচ বেড়ে হয়েছে ১৬ টাকা প্রতি কেজি কিন্তু পাতার দাম গড়ে ১৩-১৪ টাকা। এবারে করোনার জন্য উৎপাদন কম হয়েছে। চাষীরা অসম,ত্রিপুরা,তামিলনাড়ুর মত আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...