খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আলুবীজের দাম দ্বিগুনের বেশি বৃদ্দ্বি পেয়েছে। ফলে উত্তরবঙ্গের চাষিরা পড়েছে বিপাকে। এর সঙ্গে বেড়েছে সার ও কীটনাশকের দাম।তাই এবারে আলু চাষ করে লাভ হবে কি না তা নিয়ে চিন্তিত চাষিরা। আলু চাষে পশ্চিমবঙ্গ প্রথম হলেও আলুবীজের উৎপাদন এখানে সামান্য।পাঞ্জাব থেকে আসা ৫০ কেজি আলুবীজের বস্তার এবারের দাম ৪৮০০ টাকা যে গতবারে ছিল ২২০০-২৪০০ টাকা। ফলে অনেক চাষি আলু ছেড়ে এখন অন্য সবজি চাষ করছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...