খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রায় দু দশক আগে আশুতোষ হলের কাজ শুরু হয়েছিল মাথাভাঙ্গা শহরে এবং একটি সাংস্মৃতিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠার কথা ছিল। কিন্তু এখনো শেষ হয় নি অনেকদিন পড়ে থাকায় অনেক দামী জিনিষ নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে করতে হবে। হল চালু করতে ৭০ থেকে ৭৫ লক্ষ টাকা দরকার। এখন পর্যন্ত্য ১ কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে। বাকি টাকার সংস্থান কোথা থেকে হবে তাই নিয়ে পুরসভা চিন্তায় পড়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...