ইউজিসির সচিব রজনীশ জৈন এক নির্দেশিকা জারি করে বলেছেন ঠিক সময়ে ডিগ্রি না পাওয়ার বহু অভিযোগ জমা পড়ছে ইউজিসির দফতরে ,তার ফলে প্রার্থীরা অনেক ক্ষেত্রেই উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে অসুবিধার মুখে পড়ছেন ।বিষয়টি কে অতন্ত্য গুরুত্ব দিয়ে দেখছে ইউজিসি ।নির্দেশিকা তে বলা হয়েছে পরীক্ষা সফল ঘোষণার ১৮০ দিনের মধ্যেই পড়ুয়া দের হাতেডিগ্রি তুলে দিতে হবে কলেজ গুলো কে অথবা শাস্ত্যিমূলক ব্যবস্থা নিতে পারে ইউজিসি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...