শুভেন্দু অধিকারীর পদত্যাগের পরে তৃণমূল শীর্ষ নেতারা মমতা বন্ধ্যোপ্যাধায়ের সাথে একটি জরুরি বৈঠক করেন ।সেইখানে উপস্থিত ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ।সেইখানে ঠিক হয়েছে কোচ বিহার থেকে সুন্দরবন সর্বত্র মমতা কে সামনে রেখে এখন থেকেই পুরোদস্তুর ভোট যুদ্ধে নেমে পর্বে তৃণমূল দল ।তৃণমূল দলের মহাসচিব বলেন মমতাই দলের কান্ডরী ও বাংলার উন্নয়নের চালিকা শক্তি এই সাফল্যই ঘরে ঘরে প্রচার করা হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...