খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ দুপুরে পরীক্ষা চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ঘোষ্ঠী দ্বন্দ্বের ফলে উত্তাল হয়ে ওঠে মৌলানা আজাদ কলেজ প্রাঞ্জন । দুই পক্ষের ঘুসোঘুসি এবং হাতাহাতি তে আহত হন চারজন পড়ুয়া । পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে কলেজে ,সূত্রের খবর আজ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি সভা ছিল কলেজ প্রাঙ্গনে ,সভা শেষ হতেই কলেজের বর্তমান এবং প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের দুই ঘোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...