কলকাতায় লোকাল ট্রেন চালু হয়েছে। তবে উত্তরবঙ্গে লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন চালু হয় নি। কবে চালু হবে তাও কেউ জানে না।আগে উত্তর পূর্ব সীমান্ত রেলে রোজ ৮৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন ও ৬১ জোড়া ডি ই এম ইউ ট্রেন চলত। প্রতিদিন যাত্রী প্রায় আড়াই লক্ষ এবং টিকেট বিক্রি হত প্রায় ১ কোটি টাকার। এখন সব বন্ধ। পিছিয়ে পড়া এই এলাকায় ট্রেন চলাচল অত্যন্ত জরুরি। সব বাধা কাটিয়ে কবে লোকাল ট্রেন চালু হয় তা এখন দেখার।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...