শব্দ বাজির দাপট ঠেকাতে পুলিশের পাশাপাশি এই বার পাড়ায় পাড়ায় প্রচার চালাবে উত্তর দমদম পুরসভার তরফ থেকে এই প্রচার চলবে ওয়ার্ডে ওয়ার্ডে ।এই ছাড়াও একটি নজরদারি দল তৈরি করা হচ্ছে যারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নজরদারি চালাবে ।একটি হেল্পলাইন দেওয়া হয়েছে নাগরিক দের যাতে অসুবিধা দেখলেই তারা যেন সেইখানে ফোন করে জানান ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...