খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। কিন্তু তার আগেই টানা বৃষ্টিতে ময়নাগুড়ির ব্যবসায়ীদের মাথায় হাত। বাজারে ক্রেতা আসার নাম নেই। লকডাউনে ব্যবসা বন্ধ থাকায় তারা প্রচুর ক্ষতির সম্মুখীন। এরপর দোকানে দুর্গাপূজার জন্য প্রচুর মাল এনে রেখেছেন। কিন্তু এখন টানা বৃষ্টিতে ক্রেতার অভাবে আবার লোকসানের মুখে পড়তে হচ্ছে। ব্যবসায়ীদের মতে গত সপ্তাহে পুরো ব্লকে বৃষ্টির জন্য কয়েক কোটি টাকা লোকসান হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...