গত ৬ বছর ধরে কেরালা ব্লাস্টার্স আই এস এলে খেলছে। দুবার রানার্স হলেও এখনো একবার ও চ্যাম্পিয়ন হতে পারে নি। যদিও দলে অনেক নামি দামি খেলোয়াড় ছিলেন। কিন্তু দলাদলি থাকায় সাফল্য আসেনি এবং সচিন তেন্ডুলকরও তাঁর মালিকানার শেয়ার এই কারণে ছেড়ে দেন। তবে এবারে আমূল পরিবর্তন এসেছে দলে। কোচ হয়ে এসেছেন কিবু ভিকুনা। যিনি বুঝিয়েছেন এই দলে সবার গুরুত্ব সমান। ঘুরে ফিরে তিনি দলের সবাইকে তৈরি রাখছেন। তাঁর নীতি আকর্ষণীয় ফুটবল উপহার দেওয়া।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...