এমফানের স্মৃতিকে মাথায় রেখে রেল দফতর প্রস্তুতি নিচ্ছে ঝড়ের মোকাবিলা করতে

পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল যশ ঝড় মোকাবিলাতে গার্ডেন রিচে দক্ষিণ পূর্ব রেলে সদর দফতরে ২৪ ঘন্টার জন্য
কন্ট্রোল রুম খুলছে । এমফানের অভিজ্ঞতা কে মাথায় রেখে রেলের বিভিন্ন হাসপাতাল গুলিকে বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে একাধিক জেনারেটার সেট এবং প্রচুর ডিজেল এবং পাম্প সেট মজুদ রাখা হয়েছে । সঙ্গে রয়েছে প্রচুর পরিমান অক্সিজেন ,ওষুধ এবং খাবার ।এই ছাড়াও শেয়ালদা ও হাওড়ার একাধিক লাইনে ওভারহেড তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে ।