এসএস কে এম হাসপাতালে আহত মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদ্বীপ ধনকার ।তার গাড়ি তাক করে জুতো ছোড়া হয় ,সেই ঘটনাতে গত সোমবার মামলা দায়ের করা হয় ।পুলিশ এক ব্যক্তিকেগ্রেপ্তার করে ।ধনকরের গাড়ির সামনে বিক্ষোভ দেখানোর জন্য মামলা দায়ের করা হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...