কলকাতার ওপারে হাওড়ার বালিতে এস ২৩,একটি এসি বাস কে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায় ।তবে যাত্রীদের দাবি ওই সময় ভাগ্যক্রমে কেউ দাঁড়িয়ে না থাকতে কোনো অঘটন ঘটেনি ।গুলিটি শশব্দে জানলার কাঁচ ভেঙে বাসের ভিতরে ঢুকে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ,বাসটি থামাতেই যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পরে এবং জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় ,সকাল ১০ টা নাগাদ এস ২৩ এসি বাসটি রাজচন্দ্রপুরের দিক থেকে বিধাননগরে আসছিলো ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...