খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: মাথাভাঙ্গা ২ ব্লকের প্রেমেরডাঙ্গার মানুষ এ টি এম না থাকায় খুব অসুবিধায় পড়েছেন।ব্যাংকের শাখা থাকলেও এ টি এম নেই। ফলে রাতে জরুরী প্রয়োজনে টাকা পাওয়া খুব মুশকিল।তাই এ টি এমের দাবিতে সরব হয়েছেন রাজনৈতিক দলগুলি, জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা। জেলার লিড ব্যাংকের ম্যানেজার বলেন এ টি এমের জন্য লিখিত দাবি জানালে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...