কন্যাশ্রী তে সেরা জেলা আলিপুরদুয়ার

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক: আলিপুর দুয়ার জেলা কন্যা শ্রীপ্রকল্পে সেরা জেলা হিসাবে নির্বাচিত হয়েছে।শুক্রবার রবীন্দ্র সদন মঞ্চে রাজ্য সরকারের উদ্যোগে কন্যা শ্রী দিবস পালন অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়।প্রথম হওয়ার জন্য রাজ্য সরকার থেকে এই জেলা কে ট্রফি ও শংসাপত্র দেওয়া হবে।দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলা।ভালো কাজের জন্য স্পেশাল নমিনেশন পেয়েছে বাঁকুড়া ও ঝাড়গ্রাম।আলিপুরদুয়ার জেলায় পুরোনো ও নতুন মিলিয়ে প্রায় ৪৫ হাজার ছাত্রী এই প্রকল্পের আওতায় আছে।১৮ বছরের উপর ছাত্রীরা পড়াশুনা করলে ২৫ হাজার টাকা পায়।এই জেলায় এবার প্রায় ৯ হাজার ছাত্রী টাকা পেয়ে উপকৃত হয়েছে।