স্বাদে গন্ধে দার্জিলিং কমলালেবু অতুলনীয়। কিন্তু নাগপুরের কমলার ফলন বেশি হওয়ায় ও আগে বাজারে চলে এসে বাজার পুরোপুরি দখল করে নিয়েছে। নাগপুরের লেবুর দাম ও কম। ছটপূজার পরেই এবার নাগপুরের লেবু বাজারে চলে এসেছে। বর্তমানে নাগপুরের লেবুর দাম ৬০-৭০ টাকা কেজি। সেখানে দার্জিলিংয়ের কমলালেবুর দাম কমপক্ষে ১২০ টাকা প্রতি কিলো।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...