খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :লক ডাউনের জন্য দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ফলে বহু মানুষ কাজ হারিয়েছেন। কোপ পড়েছে দুর্গাপূজাতেও। আর বেশিদিন বাকি নেই। মৃৎশিল্পীদের মাথায় হাত। কোনো বায়না আসছে না। জলপাইগুড়ির অনেক জায়গাতেই অসম কোচবিহার থেকে এইসময় পুজোর বিভিন্ন কাজের জন্য লোক আসে। এবার তাদের দেখা নেই। ফলে সেসব কাজও শিল্পীরা নিজেরাই করবেন খরচ কমাতে। মৃৎশিল্পীরা জানাচ্ছেন অল্প খরচে ছোট প্রতিমা তৈরি করবেন। তারা সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...