কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সব রাজ্য সরকার কে চিঠি দিয়ে জানানো হয়েছে যে দিল্লি সরকার কে অনুসরণ করে সব রাজ্যই যেন দোল -হোলি ,শবেবরাত ,বিহু ,ইস্টার ও ঈদ উপলক্ষে প্রকাশ্যে জনসমাগমের উপরে যেন নিয়ন্ত্রণ জারিকরে রাজ্য সরকার ।বিশেষজ্ঞ দের মতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করেসে দেশের বিভিন্ন প্রান্তে ।পাঁচ রাজ্যে ভোটেরপরে সংক্রমণ যে অনেকটাই বাড়বে সেই নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...