খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা শহরে শুভ নববর্ষের দিনটি পাড়ায় পাড়ায় ক্লাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও রাতে সংগীত অনুষ্ঠানের মাধ্যমে পালিত হতে দেখা যায়। এই ছাড়াও কলকাতায় বৌবাজারের সোনাপট্টি তে গ্রাহকদের ভিড়ে উপচে পরে প্রতিটি সোনার দোকান গ্রাহকেরা তাদের আগের বছরের বকেয়া মিটিয়ে কিছু এডভান্স দিয়ে নতুন বছরের জন্য হালখাতা করেন অনেকে আবার ছোট খাটো সোনার দ্রব্যাদিও কেনেন দোকানিরা তাদের মিষ্টি মুখ ও ঠান্ডা পানীয়ের দ্বারা আমন্ত্রণ করে তবে বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের দাপটে এই বছর কলকাতায় এই চেনা ছবিটি আর দেখা যাবেনা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...