নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শহরের বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে লাল রঙের পোস্টার ব্যানার ফ্লেক্স ,তাতে লেখা আছে রাগ কেন দিদি এবং মুখ্যমন্ত্রীর একটি ব্যাঙ্গচিত্র ,তবে কারা অথবা কে এই পোস্টার লাগাচ্ছে তা স্পষ্ট নয় । তবে এই নয়া পোস্টার নজর কেড়েছে সকলের ।শহরের বিভিন্ন প্রান্তে থাকা এই ফ্লেক্সে দেখা যাচ্ছে রাগী রাগী মুখের একটি কার্টুন ,প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী শহরে এত দিন ধরে যে সভা করছেন তার ও ছাপ পড়তে পারে এই ফ্লেক্সে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...