কলকাতা হাইকোর্টের দুই আইন জিবি ভোটে করোনা সুরক্ষাবিধি মেনে চলার জন্য জনস্বার্থ মামলা করেছিল কোর্টে । গতকাল প্রধান বিচারপতি রাঁধাকৃষ্ণান , এক নির্দেশ দিয়ে জানিয়েছেন যে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার ও জেলাশাসকের দূরত্ব বিধি সহ করোনার সুরক্ষা বিধি যাতে লংঘিত না হয় তা নিশ্চিত করতে হবে । প্রয়োজনে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছে কোর্ট । আগামী ১৯ সে এপ্রিল সিইও কে হলফনামার আকারে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...