কসবা এলাকায় বোমাবাজি

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক: গতকাল  কসবা  থানায়  নিউবালিগঞ্জ  রোডে   একটি  ক্লাবের  সামনে  রাতে  পর  পর  বোমা  বাজির  ঘটনায়  চাঞ্চল্য  ছড়ায়  এলাকায়  স্থানীয়  বাসিন্দারা  জানান  কিছু  দুস্কৃতি   রাত   ৮.৩০  মিনিটে  পর  পর  পাঁচটি  বোমা  ছুড়ে  পালিয়ে  যায়। পুলিশের  অনুমান  স্থানীয়  বস্তির  দুই  গোষ্ঠীর  মধ্যে  বচসার  জেরে   এই  ঘটনা  ঘটল। তবে  পরিস্থিতি  বর্তমানে  নিয়ন্ত্রণে  আছে  বলে  জানান  পুলিশ।