জলদাপাড়া ট্যুরিস্ট লজের কাছেই রয়েছে বনদপ্তরের একটি কাঠের সেতু।দীর্ঘদিন কাঠের সেতু মেরামত হয় নি। ফলে অনেক জায়গায় বড় বড় গর্ত তৈরী হয়েছে। সেতুর রেলিং ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। যে কোন সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কার সাফারি ও হাতির পিঠে চড়ার জন্য টিকেট কাউন্টারে যেতে এই সেতু ব্যবহার করতে হয়। বনদপ্তর জানাচ্ছে ফান্ড নেই। টাকা এলে সেতু মেরামত হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...