আগামী দুইদিন ঘূর্ণিঝড় য়াসের আশঙ্কা তে কলকাতা সহ রাজ্যের সমস্থ আদালত বন্ধ থাকবে ।সেই সূত্র অনুযায়ী আগামী বুধ ও বৃহস্পতিবার হচ্ছে না নারদ সহ অন্যান্য মামলার শুনানি । এক বিজ্ঞপ্তি জারি করে হাইকোর্টের তরফে বলা হয়েছেআদালতে যদি ওই দুই দিন কর্মীরা না আসতে পারে ,তাহলে সেটা তাদের উপস্থিতি হিসাবেই গণ্য করা হবে ।আগামী বৃহস্পতিবার পরিস্থিতিখতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...