গতকাল ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ পথের পাশে টানানো হলো লম্বা সরু বাঁশের মাথায় হলুদ পতাকা ,মাঝে উদিওমান লাল সূর্য তার নিচে লেখা “জয় গোরাম”। এইটি কুর্মি সম্প্রদায়ের সামাজিক সংগঠনের পতাকা ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন এই বিষয়ে আমার কিছু জানা নেই,কুর্মি সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা কৌশিক মাহাতো বলেন এলাকা তে কুর্মি আন্দোলনের জনজোয়ার শুরু হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...