খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ময়নাগুড়ি ব্লকের আমগুড়িতে সত্যেন তার বাড়িতে ভবেশ ও অন্যান্যদের সঙ্গে বসে মদ খাচ্ছিলো। এরমধ্যে কথাকাটাকাটি শুরু হয়। সত্যেন হঠাৎ ভবেশের মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মারা যায় ভবেশ ভুঁইয়া। ময়নাগুড়ি থানা থেকে পুলিশ গিয়ে সত্যেনকে গ্রেপ্তার করে। তারপর মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...